শিরোনাম:
পৃথিবী বদলে গেছে

পৃথিবী বদলে গেছে, তাই বদলে গেছো তুমি-
আকাশের শুভ্রতা নেই, কুয়াশায় ভরা আগামী।।
বাগানে নেই আজ গাদা-গোলাপের গন্ধ,
আমার পৃথিবীতে তাই লেগে গেছে দ্বন্দ্ব।।
কোকিলের গানে মজে ছিলো যে মন-প্রাণ,
হারিয়ে বসন্ত, প্রিয়া বিহনে-উঠেছে তুফান।।
চাঁদ আছে, আলো নেই, আঁধারেতে ভরা,
নদী আছে, জল নেই, আহ্ ‘বইছে খরা।।
জানিনা কোথায় তুমি, আছো কোন সুদূরে,
হৃদয় পুড়ে ছারখার বাঁচি বলো কি করে।।
প্রেমের পৃথিবী বদলে গেছে, বসেছে বিরহের মেলা,
আশার প্রদীপ নিভে গেছে হায়-চলছে ভাঙনের খেলা।।
লেখক পরিচিতি:
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯