০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কোরবানির ঈদ; মহসিন আলম মুহিন

মহসিন আলম মুহিন
জেলহজের চাঁদ আকাশে-
আসলে আবার ঈদ,
মুসলিম বিশ্ব ত্যাগের
মহিমায় রাখবে তাদের হৃদ।।
নয় শুধু পশু জবাই-
জেনে রেখো সবে,
মনের ভিতরের পশুটাকেও-
জবাই দিতে হবে।।
খোদার রাহে পশু দিবে
নিয়্যত, এমনই যেন হয়,
গরীব দুঃখী, আত্মীয় পাবে-
নিজেদেরও কিছু রয়।।
ঈদের রাত বরকতের রাত
গুনাহ মাফ, দোয়া কবুল হয়-
খোদার কাছে মোনাজাত করবো-
সবাই, সব ভালোর আশায়।।
মসজিদে গিয়ে ফজর আদায়
ফিরে মিষ্টি মুখ,
সবাই মিলে ঈদগাহে যাওয়া
বছর ঘুরে-আসে মহাসুখ।।
নামাজ শেষে হালাল টাকায় কেনা-
পশু হবে কোরবানি,
পয়গাম্বর পিতা-পুত্রের এই ত্যাগ
আমরা, মুসলিমরা সকলেই মানি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০১:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
৩০

কোরবানির ঈদ; মহসিন আলম মুহিন

আপডেট: ০১:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
জেলহজের চাঁদ আকাশে-
আসলে আবার ঈদ,
মুসলিম বিশ্ব ত্যাগের
মহিমায় রাখবে তাদের হৃদ।।
নয় শুধু পশু জবাই-
জেনে রেখো সবে,
মনের ভিতরের পশুটাকেও-
জবাই দিতে হবে।।
খোদার রাহে পশু দিবে
নিয়্যত, এমনই যেন হয়,
গরীব দুঃখী, আত্মীয় পাবে-
নিজেদেরও কিছু রয়।।
ঈদের রাত বরকতের রাত
গুনাহ মাফ, দোয়া কবুল হয়-
খোদার কাছে মোনাজাত করবো-
সবাই, সব ভালোর আশায়।।
মসজিদে গিয়ে ফজর আদায়
ফিরে মিষ্টি মুখ,
সবাই মিলে ঈদগাহে যাওয়া
বছর ঘুরে-আসে মহাসুখ।।
নামাজ শেষে হালাল টাকায় কেনা-
পশু হবে কোরবানি,
পয়গাম্বর পিতা-পুত্রের এই ত্যাগ
আমরা, মুসলিমরা সকলেই মানি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯