দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার দুর্গাপুরে লড়াই সংগ্রাম ও গৌরবের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্র ইউনিয়ন এর সাবেক নেতা ও উপজেলা সিপিবি সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সংগঠনের পতাকা উত্তোলন করেন ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান, জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য মিছিল দুর্গাপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো এসে কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরে মিলিত হয়।
দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা সংসদের সাবেক সভাপতি শামছুল আলম খান, সাবেক সভাপতি রুপন কুমার সরকার, সাবেক সভাপতি মোরশেদ আলম, সাবেক সভাপতি নজরুল ইসলাম,সাবেক সভাপতি নুর আলম খান এবং বর্তমান উপজেলা কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ।
বক্তারা বলেন,১৯৫২ সালের ২৬ এপ্রিল দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছে।
বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্যের সমাজ গঠনে ছাত্র ইউনিয়ন দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, ওলি হাসান কলিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।