সোহরাওয়ার্দী কলেজস্থ ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ এর ইফতার মাহফিল

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আজ(শুক্রবার)সন্ধ্যায় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।আয়োজিত এ ইফতার মাহফিলে ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ এর উপদেষ্টা মণ্ডলীগণ ও অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি কলেজের সকল অঙ্গসংগঠন এর আমন্ত্রিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ এর সন্মানিত সভাপতি আদিল রহমান দিদার এবং সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক কাজী শরিফুল সরকার।
ইফতার মাহফিলের শুরুতে মোনাজাতের মাধ্যমে সকলের জন্য সুখ-শান্তি ও কল্যাণ কামনা করা হয়। ইফতার শেষে সকলেই একে অপরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এসময়,ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী শরিফুল সরকার বলেন আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আজ এই পবিত্র রমজান মাসে একত্রিত হতে পেরেছি। রমজান আত্মশুদ্ধির মাস, সংযমের মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আমাদের করণীয় হলো আল্লাহর ইবাদত করা, আত্মশুদ্ধি অর্জন করা এবং দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো।
এজন্যই ইফতার আয়োজন শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি একটি ইবাদতও বটে। আমরা যেন এই মাসে বেশি বেশি ইবাদত করি, গরিব-দুঃখীদের সাহায্য করি এবং নিজেদের আত্মশুদ্ধির জন্য কাজ করি।
পরিশেষে, আমরা আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন আমাদের সকলের রোজা, নামাজ, দোয়া এবং সমস্ত নেক আমল কবুল করেন,আমিন।