১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়সংলগ্ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুর বোটগলি এলাকার ফজলু (৫০), জসিম (৩৫), ফিরোজ (৩০), মোসলেম (৪৫) এবং চাঁদ উদ্যান এলাকার আল আমিন (৩০) ও ব্রাদারস দুলাল (৪০)।

ঘটনার পর মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মনির পালোয়ান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০-২৫ জন মুখোশধারী হামলাকারী অফিসে থাকা একটি পালসার মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, রাতে হঠাৎ কয়েকজন এসে প্রথমে রাস্তার পাশে থাকা একটি ব্যানার ছিঁড়ে ফেলে, পরে অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।

অভিযোগ বিষয়ে মনির পালোয়ান জানান, তিনি ঘটনাস্থলে না থাকলেও খবর পেয়ে এসে দেখেন, অফিস ভাঙচুর করা হয়েছে এবং তার মোটরসাইকেল লুটে নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
২৩

মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ

আপডেট: ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়সংলগ্ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুর বোটগলি এলাকার ফজলু (৫০), জসিম (৩৫), ফিরোজ (৩০), মোসলেম (৪৫) এবং চাঁদ উদ্যান এলাকার আল আমিন (৩০) ও ব্রাদারস দুলাল (৪০)।

ঘটনার পর মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মনির পালোয়ান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০-২৫ জন মুখোশধারী হামলাকারী অফিসে থাকা একটি পালসার মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, রাতে হঠাৎ কয়েকজন এসে প্রথমে রাস্তার পাশে থাকা একটি ব্যানার ছিঁড়ে ফেলে, পরে অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।

অভিযোগ বিষয়ে মনির পালোয়ান জানান, তিনি ঘটনাস্থলে না থাকলেও খবর পেয়ে এসে দেখেন, অফিস ভাঙচুর করা হয়েছে এবং তার মোটরসাইকেল লুটে নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।