বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন আলীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।
পুলিশের বিশেষ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল আভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করে মাদকসহ সুজন আলী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলা ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসারা ঝিকড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানায়, মাদক সমাজের ভয়াবহ এক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি। গ্রেফতারকৃত সুজন আলীকে বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে হাতে হাত কড়া পরিহিত অবস্থায় ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণে করা হয়েছে।














