পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় ভর্তি রোগীদের পাশাপাশি জরুরি বিভাগ ও বহির্বিভাগে রোগী দেখতে হচ্ছে। বর্তমানে দু’জন চিকিৎসক দিয়ে নির্দিষ্ট সময়ের বাইরেও রোগীদের সেবা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ চিকিৎসক পদসংখ্যা ৩০ টি হলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৩ জন, এর মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল জব্বার জানান, “হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে এই উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার রোগীদেরও সেবা দিতে হচ্ছে। এতে রোগীদেরও ভোগান্তি হচ্ছে। সংকট নিরসনে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো চিকিৎসক পদায়ন হয়নি।”
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার বলেন, “আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছি। দ্রুত ডাক্তার নিয়োগের জন্য কাজ চলছে, আশা করছি সমাধান হবে।”
পীরগঞ্জের সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগের দাবি জানিয়েছেন। পাশাপাশি এক্স-রে বিভাগ সচল করা, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করা এবং জরুরি বিভাগে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।