বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বদিরুল জ্জামান আটক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিরুল জ্জামান নেতাকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।
শুক্রবার রাতে বালিয়াডাগী থানার পুলিশ ১ নং পাড়িয়া ইউনিয়নের কাতিকাপাড়া গ্রামের অভিযান চালিয়ে আটক করে তাকে থানায় নিয়ে আসে। বদিরুল জ্জামান ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের কাতিকাপাড়া গ্রামের খলেল ডঃ এর ছেলে। বদিউজ্জামান ১ নং পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ( ৫০ ) বদিরুল জ্জামান উপজেলা ১ নং পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বদিউজ্জামানকে কতিপাড়া গ্রাম থেকে আটক করে নিয়ে আসে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃত বদিরুল জ্জামান এর বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের হত্যা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে ও বদিরুল জ্জামানকে আটক করা হয়েছিল জামিনে থাকা বদিরুল জ্জামানকে গতকাল শুক্রবার রাতে আবার আটক করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।আটককৃত বদিরুল জ্জামানকে আজ শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরন করা হয়েছে।














