০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

বরগুনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী সাঁকো নির্মাণ

মোঃ শাহজালাল
বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙ্গে পড়ায় নাচনাপাড়া ও কাঠালতলী সংযোগ সড়কে, চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী সাঁকো নির্মান করা হয়েছে।
রবিবার (১ জুন) নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনার উদ্যোগে এর নির্মান কাজ শুরু করা হয়।
এর আগে শনিবার নিম্নচাপের কারনে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙ্গে যায়।
জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশে ভেঙ্গে প্রায় ৬ টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, চলতি বছরের ৮ আগস্ট মানিকখালি গ্রামের কিছু সংখ্যক মানুষ বেড়িবাঁধের একটি অংশ পানির সংকট নিরসনের জন্য কেটে ফেলে। পরবর্তীতে স্থানীয় জনগণের দাবির কারণে এবং প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। মেরামতের কাজ পেয়ে মাটির কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ থাকে।
অস্থায়ী সাঁকো নির্মাণের সময় উপস্থিত ছিলেন লেঃ মাসরুর সালেকিন মারুফ (পি নং ৩৭৪২) এর নেতৃত্বে নৌ বাহিনীর ২৪ সদস্যের একটি দল ও স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত উদ্যোগে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের উপর অস্থায়ী সাঁকো নির্মানের কাজ আরম্ভ হয়।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মে ২০২৫ সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ ও সংযোগ সড়ক ভেঙ্গে যায় এবং এর প্রভাবে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
৫৫

বরগুনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী সাঁকো নির্মাণ

আপডেট: ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙ্গে পড়ায় নাচনাপাড়া ও কাঠালতলী সংযোগ সড়কে, চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী সাঁকো নির্মান করা হয়েছে।
রবিবার (১ জুন) নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনার উদ্যোগে এর নির্মান কাজ শুরু করা হয়।
এর আগে শনিবার নিম্নচাপের কারনে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙ্গে যায়।
জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশে ভেঙ্গে প্রায় ৬ টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, চলতি বছরের ৮ আগস্ট মানিকখালি গ্রামের কিছু সংখ্যক মানুষ বেড়িবাঁধের একটি অংশ পানির সংকট নিরসনের জন্য কেটে ফেলে। পরবর্তীতে স্থানীয় জনগণের দাবির কারণে এবং প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। মেরামতের কাজ পেয়ে মাটির কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ থাকে।
অস্থায়ী সাঁকো নির্মাণের সময় উপস্থিত ছিলেন লেঃ মাসরুর সালেকিন মারুফ (পি নং ৩৭৪২) এর নেতৃত্বে নৌ বাহিনীর ২৪ সদস্যের একটি দল ও স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত উদ্যোগে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের উপর অস্থায়ী সাঁকো নির্মানের কাজ আরম্ভ হয়।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মে ২০২৫ সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ ও সংযোগ সড়ক ভেঙ্গে যায় এবং এর প্রভাবে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।