অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সমন্বয়কারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত
এই দেশ আমাদের, একে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদেরই এই স্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার আয়োজনে নাগরিক অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সমন্বয়কারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় হোটেল বে অফ বেঙ্গলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এসিজি সমন্বয়কারীদের সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি মনির হোসেন কামাল।
সনাক পর্যায়র বাৎসরিক কর্মপরিকল্পনা ও অর্জন বিষয়ক উপস্থাপন করেন মো: নাজমুল হোসেন খান, এরিয়া কোঅর্ডিনেটর-সিই, টিআইবি,বরগুনা সনাক।
অংশগ্রহণকারী সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপার্ট (ইয়স) ও অ্যাকটিভ সিটিজন্স গ্রুপ (এসিজি) সদস্যরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারকরন তাদের সুপারিশসমূহ উপস্থাপন করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরাধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সনাক সভাপতি মনির হোসেন কামাল, সনাক সহ-সভাপতি শামসউদ্দিন খান, সনাক সদস্য ও সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডাঃ ধীরেন্দ্র নাথ সরদার, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বাবুল, সনাক সদস্য আলহাজ্ব আবদুর রব ফকির, ডাঃ মনিজা, মেহেরুন নেছা, ইয়েস দলনেতা নূরে জান্নাত সাবরিনা, সহ দলনেতা তায়িফ হাসানসহ ইয়েস সদস্যবৃন্দ, এসিজি গ্রুপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সনাক, এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাকের সাবেক সভাপতি ও সনাক সদস্য এডভোকেট আনিসুর রহমান।
সনাক সভাপতি মনির হোসেন কামাল বলেন, এই দেশ আমাদের, একে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদেরই। দুর্নীতি দারিদ্র ও অবিচার বাড়ায়। আসুন, দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে-এখনই..।
সনাক সভাপতি মনির হোসেন কামাল এর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইমরান হোসেন, (এসিজি) , সহ সমন্বয়কারী, বরগুনা সদর হাসপাতাল, বরগুনা।














