শিরোনাম:
বরগুনার পাথরঘাটায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে গ্রেফতার ৩

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা বাজারের বিভিন্ন বেকারি, মিষ্টির কারখানা ও দোকানে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাথরঘাটা বাজারে এ অভিযান পরিচলনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।
বিশুদ্ধ খাদ্য আদালত এর ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ কর্তৃক বরগুনার পাথরঘাটার বিভিন্ন বেকারি, মিষ্টির কারখানা ও দোকানে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপাদান ব্যবহার করায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করে বিনষ্ট করা হয়।