সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের আয়োজনে চলছে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স

কোরআন পড়তে পারা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তার ই প্রেক্ষিতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ। (বাদ যোহর)দুপুর ১.৩০মিনিট থেকে কলেজ মসজিদে। যোগদান করতে পারবে যে কোন সাধারন শিক্ষার্থী, শিক্ষতে পারবে সহিহ-শুদ্ধ কোরআন।
প্রশিক্ষণে থাকবেন ক্বারী-মুফাসসিরে কোরআন। নিজ দায়িত্বে যন্তসহকারে পড়াবেন বলে জানিয়েছেন। রোজার আগেই পরিকল্পনা ছিলো শিবিরের, বাস্তবে রুপ দিয়ে চালিয়ে যাচ্ছেন কোরআন প্রশিক্ষণ।
শিবির সেক্রেটারি রাজিব হোসেন বলেন, মাহে রমাদান উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজের সকল ছাত্রদের জন্য কলেজ মসজিদে ফ্রী কুরআন প্রশিক্ষণ আমরা আয়োজন করেছি।”তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।-সহিহ বুখারী।”
এই লক্ষে শিক্ষার্থীরা যেন সহিহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন পড়তে পারে এবং ইসলামী আদর্শে উজ্জীবিত হতে পারে সেজন্য আমাদের এই আয়োজন।