শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে হয়রানি বন্ধ করতে হবে- ঢাবি ইছাআবা

দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকরা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিল্প, কৃষি, নির্মাণ, গার্মেন্টস, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নতি সম্ভব হচ্ছে। অথচ প্রতি বছরই দেখা যায়, শ্রমিকরা তাদের ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, মালিকপক্ষ তাদের সঙ্গে অন্যায় আচরণ করছে, সময়মতো পাওনা পরিশোধ করা হচ্ছে না, এবং কোথাও কোথাও আন্দোলন করলেই দমন-পীড়নের শিকার হতে হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আজ এক যৌথ বিবৃতিতে মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক জানান, শ্রমিকদের সঙ্গে এমন অমানবিক আচরণ কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিকের অধিকার আদায়ই রাষ্ট্রের উন্নতির পথ। একদিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, অথচ যাদের ঘামে-রক্তে এই উন্নয়ন, তাদের বঞ্চিত করা হচ্ছে—এটি চরম দ্বিচারিতা।
সরকার ও প্রশাসনের ব্যর্থতা ও দায়িত্ব স্মরণ করিয়ে দিতে গিয়ে বলেন, রাষ্ট্র যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে না পারে, তবে এর দায় সরকারকেই নিতে হবে। কেবল ভাষণ ও প্রতিশ্রুতিতে শ্রমিকদের জীবন চলে না। তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। এটি শুধু শ্রমিকদের সমস্যা নয়, এটি জাতীয় সংকট, যা মোকাবিলা করতে হবে জরুরি ভিত্তিতে। যদি শ্রমিকদের প্রতি এই অন্যায় চলতে থাকে, তবে জনগণ আর চুপ থাকবে না।
ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফ মোঃ আলাউদ্দিন বলেন, শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করা শুধু একটি অর্থনৈতিক ইস্যু নয়, এটি ন্যায়বিচারের প্রশ্নও বটে। শ্রমিকরা কারো কাছ থেকে কোনো দয়া চায় না, তারা তাদের ন্যায্য অধিকার চায়। শ্রমিকরা যদি ন্যায্য অধিকার না পান, তাহলে সারাদেশে শ্রমিক আন্দোলন আরও বেগবান হবে, আর এর দায় মালিকপক্ষ ও রাষ্ট্রকে নিতে হবে। আমরা শ্রমিকদের পাশে আছি, থাকব। তাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আরও বড় আন্দোলনের ঘোষণা আসবে।