বরগুনায় আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত
‘অন্তর্ভুক্তিমুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মানে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালায় থেকে র্যালী বের হয়ে টাউনহল গোলচত্তর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।পরে বরগুনা জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় জেলা সমাজসেবা কার্য৬ালয় এবং প্রতিবন্ধী সেবা ও সহায্য কেন্দ্র, বরগুনানা এর সহযোগিতায় প্রতিবন্ধী ৬ জনকে ট্রাইসাইকেল তুলে দেয়া হয়।জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক, মোহাম্মাদ শফিউল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, সমাজ সেবা কর্মকর্তা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজসেবার এডি ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধীদের অধিকার সমুন্নত রাখতে এবং দেশের মানুষের উন্নয়নের মূল স্রোতের সাথে সকল প্রতিবন্ধী কে সম্পৃক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আহবান জানান।
















