ভূঞাপুর অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ১৩ কর্মী আটক
টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে সংগঠনের ১৩ কর্মীকে আটক করেছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে। তারা একটি মাইক্রোবাস যোগে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন।
এর আগে গত শনিবার ভূঞাপুর এসে গাড়ি ভাড়া করার সময় দুই নারী কর্মী সিমু ও শিল্পী স্থানীয় জনতা করে পুলিশ সোপর্দ করে। তারা গত রবিবার শিল্পী জামিনে বের হয়ে সোমবার দলবল নিয়ে ঢাকার শাহবাগে যাচ্ছিলেন।
আটককৃতরা সবাই নিম্ন আয়ের দরিদ্র শ্রেণির।
, মো: আব্দুর রশিদ ৬৫, গোপালপুর উপজেলার নারুচি গ্রামের দানেজ আলী, ছেলে আব্দুর রশিদ ৫৬, একই উপজেলার বনমালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে জয়নাল, নতুন সিমলাপাড়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী শিল্পী ৪৫, আইয়ুব নবীর স্ত্রী নাজমা নাজমা ৪৫ গোপালপুর গ্রামের কাদের স্ত্রী সামিরন সামিরন ৬৫ নারুচি গ্রামের আমজাদ আলীর স্ত্রী হাফিজা ৪৫, বাবুর উপজেলার চরভ বড়ুয়া গ্রামের বসা শেখের ছেলে মহিউদ্দিন, ৫০, একই গ্রামের জামাল মিয়ার ছেলে খাইরুল, মজু মিয়ার ছেলে সাগর, ২২, বাসা শেখের ছেলে আব্দুস সামাদ ৮০, চানমিয়ার ছেলে মোতালেব২৮, মিনহাজ মিয়ার ছেলে ঠান্ডু ৪০, জুয়েল মিয়ার স্ত্রী রহিমা ২৫।
লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো বিনা সুদে পুঁজি নেবো; এই মুল মন্ত্রে এদের সংগঠিত করে এক থেকে এক কোটি টাকা বিনা সুদে ঋন দেওয়ার কথা বলে ২৫ তারিখে ঢাকা শাহবাগে একত্র করে অবস্থান কর্মসূচি পালন করবে। এমন লোভনীয় অফারের আশায় হত দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করার সময় ভূঞাপুর বাসস্ট্যান্ডে এলে পুলিশ তাদের আটক করে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান আটককৃতদের তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।