গাজীপুরে সাংবাদিক হত্যা প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মতলব উত্তর উপজেলার কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে মতলব উত্তর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিম, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি কামরুজ্জামান হারুন, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুমন আহম্মেদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি শেখ ওমর ফারুক, দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজি, দৈনিক একাত্তর কন্ঠ প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক চাঁদপুর দর্পণ প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক চাঁদপুর সময় প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আল-আমীন পারভেজ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান, দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিনিধি শামীম মিয়াজি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি শাহিন আলম, দৈনিক চাঁদপুর বার্তা প্রতিনিধি সাইদুর রহমান শিপলু, দৈনিক জনবানী প্রতিনিধি মেরাজ উদ্দিন সুভ, সাপ্তাহিক মতলব বার্তা প্রতিনিধি মাঈনুল ইসলাম, দৈনিক এশিয়া প্রতিনিধি আশিকুল ইসলাম।সঞ্চালনায় ছিলেন দৈনিক আইন বার্তা প্রতিনিধি নুর মোহাম্মদ খান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি মুক্ত গণমাধ্যম, জনগণের জানার অধিকার ও সত্যের ওপর বর্বর আক্রমণ। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলজে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও ন্যায়ের কণ্ঠরোধ হবে, যা গণতন্ত্র ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে উদাহরণ সৃষ্টি করার দাবি জানান তারা।