রাত হলেই চলে ইয়াবা ও জুয়ার আড্ডা এ যেনো রাজকীয় রঙ্গমেলা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিলারচর মৃত চুন্নু সরকারের বসত বাড়ীতে রাত হলেই জমকালো ভাবে চলে ইয়াবা ও জুয়ার আড্ডা। সরজমিনে গেলে জানা যায় চুন্নু সরকারের বড় ছেলে সৌদি প্রবাসী নুরুজ্জামানের বিল্ডিং রুমে রাত হলে বসে জুয়ার এবং ইয়াবার রমরমা আড্ডা। আর এই বাড়ীটি নিরিবিলি ও নির্জন স্থান হওয়ায় নিরাপদ মনে করেন জুয়ারী ও ইয়াবা ব্যবসায়ীরা।
জুয়ার আড্ডার বিনিময় প্রতিরাতে নুরুজ্জামানের স্ত্রী রেহানা বেগম নেন ২০০০ টাকা। এলাকাজুড়ে কানাকানি হলে নিরবে রাতে সরজমিনে গেলে দেখতে পাওয়া যায়। ঘরে কয়েকজন লোক তখন রাত ১ টা। তখন রেহেনা বেগম কে জিগ্যেস করলে তিনি বলেন আমার ভাই ও মেহমান। নুরুজ্জামানের ছোট ভাই বাড়ীতে না থাকায় ঐ ঘরে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হাবীব গং দের কে টাকার বিনিময় জায়গা দেন রেহানা বেগম। এ বিষয়ে মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যম আমি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।