ভূঞাপুর প্রাথমিক বিদ্যালয়ে সোভা বর্ধনকারী ফুল গাছ রোপণ উদ্বোধন
একটি শিশুর একটি স্বপ্ন, ফুলের সাথে বিকশিত হোক আগামী প্রজন্ম ” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে সকল প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে ফুলের সোভা বর্ধনকারী কৃঞ্চচুড়া, জারুল ও সোনালু গাছ লাগানো হয়।
এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকালে ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার বানু, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফিন বলে, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়। পরিবেশের ক্ষতিকর দ্রুত বর্ধনশীল ইউক্লিপ্টাস গাছ না লাগিয়ে আমরা ফুল ও ফল জাতীয় গাছ লাগিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে পরিবেশের সোভা বর্ধনকারী ফুরের গাছ লাগানো হয়। আগামী প্রজন্ম বেড়ে উঠবে একটি নির্মল সুন্দর ভারসাম্য পরিবেশে। তারই ধারাবাহিকতায় যেহেতু গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেহেতু আসুন সকলে অন্তত একটি করে হলেও গাছ লাগাই।