০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান

মোঃ শাহজালাল

বরগুনায় ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ আদালত) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ড বরগুনা।

অভিযানকালে বরগুনা বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে ৯ কেজি পিপি ও পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫ টা থেকে এই অভিযান পরিচালনায় নেতৃত্ব স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ আদালত) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ।

অভিযানের সময় বরগুনা থানা পুলিশ, নৌবাহিনীর সদস্য ও পরিবেশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ বলেন, বর্তমান সরকার ঘোষিত সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করেছেন। এরই আলোকে সরকারী আদেশ অমান্য করে বরগুনা বাজারের বিভিন্ন দোকানে পলিথিন ও সরবরাহ ও মজুদ করায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫টি মামলার বিপরীতে ৫ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:৫৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
৬৫

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান

আপডেট: ০৪:৫৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

বরগুনায় ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ আদালত) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ড বরগুনা।

অভিযানকালে বরগুনা বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে ৯ কেজি পিপি ও পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫ টা থেকে এই অভিযান পরিচালনায় নেতৃত্ব স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ আদালত) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ।

অভিযানের সময় বরগুনা থানা পুলিশ, নৌবাহিনীর সদস্য ও পরিবেশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ বলেন, বর্তমান সরকার ঘোষিত সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করেছেন। এরই আলোকে সরকারী আদেশ অমান্য করে বরগুনা বাজারের বিভিন্ন দোকানে পলিথিন ও সরবরাহ ও মজুদ করায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫টি মামলার বিপরীতে ৫ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।