শিরোনাম:
শ্রমিকের পা ভেঙে দিলেন জামায়াত নেতা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের পা ভেঙে দেওয়ার অভিযোগে নীলফামারীর জলঢাকায় জামায়াতে ইসলামীর এক নেতা জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাঁকে থানামোড়ের একটি দোকান থেকে আটক করা হয়।
জানাগেছে, সোমবার সন্ধ্যায় থানামোড় সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটের জায়গা দখলকে কেন্দ্র করে হামিদুল ইসলাম নামের এক শ্রমিকের পা ভেঙে দেন তিনি। তারপর থেকেই দু গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। পরে সেনাবাহিনীর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং জামায়াত নেতা জয়নালকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য থানা হাজতে আটকে রাখে। বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল।এসময় তিনি এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।।