০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

মোহাম্মদ সোহেল

টাঙ্গাইলের মধুপুরে পরকিয়া প্রেমিককে (১৮) বেঁধে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ব্রাক্ষ্মণবাড়ি থেকে দুই জনকে মধুপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ব্রাহ্মণবাড়ি হিরণবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৩) ও একই এলাকার আয়নালের ছেলে রুবেল (২৩)। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওই নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, গত (৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিবাহিত ওই নারী নিজ বাড়ির পাশে রাস্তায় তার প্রেমিকের সাথে দেখা করতে যায়।

এ সময় আরিফ ও রুবেল বাজার থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ওই নারীকে নির্জনে একা দেখতে পায়। ওই নারীকে জিজ্ঞাসা করলে তার প্রেমিকের সাথে দেখা করতে এসেছেন বলে স্বীকার করেন। পরে তাদের কথামত ওই নারী তার প্রেমিককে মোবাইল ফোন করে ডেকে আনে। এ সময় তারা প্রেমিককে বেঁধে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

এ বিষয়ে স্থানীয় মাতাব্বরগণ আপোষ মিমাংসার চেষ্টা করেও কোন সমাধান হয়নি। পরে ওই নারী নিজেই বাদি হয়ে দু’জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। স্বামী থাকা সত্বেও ওই নারী প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলো। এ ব্যাপারে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওই নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
১০৭

টাঙ্গাইলে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

আপডেট: ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের মধুপুরে পরকিয়া প্রেমিককে (১৮) বেঁধে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ব্রাক্ষ্মণবাড়ি থেকে দুই জনকে মধুপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ব্রাহ্মণবাড়ি হিরণবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৩) ও একই এলাকার আয়নালের ছেলে রুবেল (২৩)। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওই নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, গত (৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিবাহিত ওই নারী নিজ বাড়ির পাশে রাস্তায় তার প্রেমিকের সাথে দেখা করতে যায়।

এ সময় আরিফ ও রুবেল বাজার থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ওই নারীকে নির্জনে একা দেখতে পায়। ওই নারীকে জিজ্ঞাসা করলে তার প্রেমিকের সাথে দেখা করতে এসেছেন বলে স্বীকার করেন। পরে তাদের কথামত ওই নারী তার প্রেমিককে মোবাইল ফোন করে ডেকে আনে। এ সময় তারা প্রেমিককে বেঁধে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

এ বিষয়ে স্থানীয় মাতাব্বরগণ আপোষ মিমাংসার চেষ্টা করেও কোন সমাধান হয়নি। পরে ওই নারী নিজেই বাদি হয়ে দু’জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। স্বামী থাকা সত্বেও ওই নারী প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলো। এ ব্যাপারে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওই নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।