বছর না পেরুতেই যমুনা রেল সেতুর পিলারে ফাটল
সদ্য নির্মিত যমুনা রেলওয়ে সেতুর পিলারে দেখা দিয়েছে ফাটল। উদ্বোধনের মাত্র সাত মাস পেরুতেই টাঙ্গাইল – সিরাজগঞ্জ যমুনা রেলওয়ে সেতুর সিরাজগঞ্জ অংশের পশ্চিম পাড় পিলার থেকে ১৬ টি পিলারে এ ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে । কিন্তু সেতু কর্তৃপক্ষ এটি গুজব বলে চালিয়ে দিতে চাইছে ।
সরেজমিনে শনিবার (২৫ অক্টোবর) দেখা যায় সেতুর পশ্চিম অংশ সিরাজগঞ্জ প্রান্ত থেকে পূর্ব দিকে প্রায় ১৬ টি পিলারে অনাবৃষ্টিতে ধান ক্ষেত যেমন ফেটে চৌচির আকৃতির হয়ে যায় তেমনি ফাটল দেখা গেছে পিলার গুলোতে। সেতুকর্তৃপক্ষ যেটি গুজব বলে চালিয়ে দিয়েছিল আবার গোপনে আঠা দিয়ে জোড়া লাগানোর কাজ আগে থেকেই শুরু করেছে।
স্থানীয় গণমাধ্যম কর্মী খাইরুল খন্দকার বলেন, ১৯৯৮ সালে এই নদীর উপর নির্মাণ করা হয় যমুনা সেতু। আজ পর্যন্ত ওই সেতুর কেনো পিলারে এমন ফাটল দেখা যায় নাই।
যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম এবং বড় বাজেটের রেল সেতুর পিলারে ফাটলের বিষয়টি জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কতৃর্পক্ষ বলেছেন এগুলো কোন ক্ষতিকর ফাটল নয়— জাষ্ট হেয়ার ক্রাক বা চুলাকৃতির মতো ক্ষুদ্র ফাঁকা। তীব্র রোদ ও বৈরী আবহাওয়ায় এমনটি হয়েছে। ইতোমধ্যেই তা মেরামতের কাজও শুরু হয়েছে। রেল চলাচলে এর কোন প্রভাব পড়বে না। গত দুই দিন আগে এই ফাটল দেখা গেলে শুক্রবার তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যমুনা সেতুর তিনশত মিটার উত্তরে দেশের দীর্ঘতম ৪.৮ কিমি এই রেলওয়ে সেতু উদ্বোধন করা হয় ২০২৫ সালের ১৮ মার্চ। ডুয়েল গেজ এই রেলওয়ে সেতুর নির্মাণে ব্যয় করা হয়েছে ১৬হাজার ৭শ ৮১ কোটি টাকা। ৫০ টি পিলারে ৪৯ টি স্প্যান স্থাপন করা হয়েছে।
১৯৯৮ সালে যমুনা নদীর উপর চার দশমিক আট কিলোমিটার সড়ক সেতু নির্মাণের পর ট্রেন চলাচলের জন্য রেলপথ স্থাপন করা হয়। এরপর সড়কসেতুতে দেখা দেয় ফাটল। তখন রেল কর্তৃপক্ষ পৃথক একটি রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয়। জাইকা এবং দেশীয় অর্থে এই রেল সেতু নির্মাণ করা হয়।
রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) আল্ ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন – তীব্র রোদ ও বৈরী আবহাওয়ার কারনে এমনটি ঘটেছে। জাষ্ট হেয়ার ক্র্যাক বা চুলাকৃতির মতো ক্ষুদ্র ফাঁকার সৃষ্টি হয়েছে। এটা কোন নির্মাণ ত্রুটি নয়। এতে আতঙ্কিত হবার কোন কারণ নেই। ফাটলের স্থানগুলোতে ইতোমধ্যেই মেরামতও শুরু হয়েছে। দুই তিন দিনের মধ্যেই মেরামত কাজ শেষ হবে বলে তিনি জানান।














