শিরোনাম:
ভূঞাপুরে ভিক্ষুকদের মাঝে গরু ছাগল বিতরণ
ভিক্ষুক পুনর্বাসনের ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপজেলা সমাজ সেবা কর্তৃক ৫ জন ভিক্ষুকের মাঝে গরু ছাগল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহকারীদের ১০ ছাগল, ৩টি গরু বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। এতে ৩ জন ভিক্ষুককে ৩ টি গরু, ২ জন কে ৫টি করে ছাগল ও জন প্রতি ছাগল গরু পালনে খাদ্য ক্রয় করার জন ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। ফলদা দিঘুলিয়াপাড়া উপকার ভোগীরা হলো, উপজেলার আগতেরিল্লা সিহাব উদ্দিন, ভালকুটিয়া গ্রামের আনোয়ারা বেগম, ফলদা দিঘুলিয়াপাড়া গ্রামের জাবেত আলী, চর শুশুয়া গ্রামের কচিরন ও বড় জয়পুর গ্রামের সহিতন।