শিরোনাম:
ভূঞাপুর জেন্ডার বৈষম্য দুরকরণ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে জেন্ডার বৈষম্য দুরকরণে নারীর শারিরিক ও মানষিক স্বাস্থ্য সহায়তা সেবা বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১১টায় ভূঞাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তথ্য আপার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আমিনা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত তথ্য আপা মাহবুবা মুনমুন, তথ্য সহকারী জলি আকতারসহ পরিবার পরিকল্পনা মাঠ কর্মী, শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থী।
অনুষ্ঠানে চলচিত্রের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম।
এতে উপস্থাপন করা হয় মেয়েদের বয়ঃসন্ধি কালে করনীয় কি, জেন্ডার বৈষম্য দুরকরণে সহপাঠীদের সাথে সৌজন্যে মূলক আচরণ, এই সময় পরিবারের ভূমিকা, স্কুল শিক্ষকের করনীয়, বাল্যবিয়ে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা, গণসচেতনতা সৃষ্টি কল্পে সম্যক ধারণা দেওয়া হয়। একই সাথে উপজেলা তথ্য আপার কার্যালয়ের উঠন বৈঠক অনুষ্ঠিত হয়।