জমি ফেরত পেতে যুবলীগ নেতা মনিরুজ্জামান বিল্পবের বিরুদ্ধে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান বিল্পবের হাত থেকে জমি ফিরে পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠি গ্রামে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন,ভুক্তভোগী নাছির আরিন্দা,হাফিজুর রহমান কাওসার, হাজ্বী মো.জয়নাল ফকির,কমল অধিকারী,শহিদুল ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে গ্রামে বিভিন্ন মানুষের শত একর জমি দখল করে মাছের ঘের করেন যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিল্পব। এতে অনেকে বাধা দিলে তাদের নানা ভয়ভীতি দেখিয়ে আসছেন তিনি। তিন বছরের জন্য তাদের কাছ থেকে জমি লিজ নেওয়ার কথা বলে এখনও জমি ফেরত দেয়না।আমাদের পৈতৃক জমি আমরা ফেরত চাই।
এ বিষয়ে যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিল্পব বলেন ২০২৭ সাল পর্যন্ত তাদের সাথে আমার চুক্তি হওয়া। আমি আইনের মাধ্যমে যেতে চাই।আইনে না পেলে আমি জমি ছেড়ে দিবো।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। কাগজ দেখে বিষয়টি সমাধান করা হবে।