০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মোঃ মিজানুর রহমান

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল (১৬ এপ্রিল) বুধবার বিকেলে ভূঞাপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন সুত্রে জানা যায়, কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে রাকিব (২৬) ভূঞাপুর রেলওয়ে স্টেশনে বিকেলে প্লাটফর্মে বসে ছিল ও ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলো।  পরে জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি ভূঞাপুর স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপ দেয় ওই যুবক। পরে মূহুর্তেই তার দেহ থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে ভূঞাপুর থানা পুলিশ সদস্যরাও উপস্থিত হন।

ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিলো। ট্রেন আসার সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। ভূঞাপুর থানার  পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৬:১৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৫৩

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট: ০৬:১৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল (১৬ এপ্রিল) বুধবার বিকেলে ভূঞাপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন সুত্রে জানা যায়, কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে রাকিব (২৬) ভূঞাপুর রেলওয়ে স্টেশনে বিকেলে প্লাটফর্মে বসে ছিল ও ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলো।  পরে জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি ভূঞাপুর স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপ দেয় ওই যুবক। পরে মূহুর্তেই তার দেহ থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে ভূঞাপুর থানা পুলিশ সদস্যরাও উপস্থিত হন।

ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিলো। ট্রেন আসার সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। ভূঞাপুর থানার  পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।