১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ভূঞাপু‌রে ইউএনওকে হুমকি দেয়া যুবক আটক

মোঃ মিজানুর রহমান

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন কে হুমকি ও উপজেলা পরিষদে বিশৃঙ্খলা করায় রানা‌ নামে এক যুবককে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ । রোববার সন্ধায় তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে আটক করে। সে উপজেলা পরিষদের পাশেই অবস্থান রত হাজী শফিউদ্দিনের পালিত সন্তান। পেশায় একজন গাড়ি চালক।

রোববার (৬ এপ্রিল) দুপু‌রে ঈদ শে‌ষে কর্মস্থলে ফেরা মানু‌ষের কাছ থে‌কে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থে‌কে বা‌সে বাড়‌তি ভাড়া আদায়ের অভিযোগ করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) একযোগে পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা ক‌রে জ‌রিমানা করেন। এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের ওপর একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। এসময় রানা নামের ড্রাম ট্রাকের মালিককেও জরিমানা করা হয়। পরে রানা শিক্ষার্থীদে কাছ থেকে জরিমানার টাকা আদায়ের হুমকি দেয়। রানা পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে আমি আপনার রাস্তায় গাড়ি চালাইনা আমি চালাই সিএমবি রাস্তায়। আপনি বিবিএস করছেন তো কি হয়েছে? মাইন্ডেড বলে হুমকি দিয়ে চলে যায়।প‌রে পু‌লি‌শে খবর দেওয়ার পর রানা‌কে আটক করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম জানান, রানা না‌মের একজনকে আটক করা হ‌য়ে‌ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. প‌পি খাতুন ব‌লেন, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এতে রানা না‌মের একজন কার্যালয়ে এসে বিশৃঙ্খলা ও হুম‌কি দেয়। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ক‌রা হ‌বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৩:৫৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
১৩৮

ভূঞাপু‌রে ইউএনওকে হুমকি দেয়া যুবক আটক

আপডেট: ০৩:৫৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন কে হুমকি ও উপজেলা পরিষদে বিশৃঙ্খলা করায় রানা‌ নামে এক যুবককে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ । রোববার সন্ধায় তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে আটক করে। সে উপজেলা পরিষদের পাশেই অবস্থান রত হাজী শফিউদ্দিনের পালিত সন্তান। পেশায় একজন গাড়ি চালক।

রোববার (৬ এপ্রিল) দুপু‌রে ঈদ শে‌ষে কর্মস্থলে ফেরা মানু‌ষের কাছ থে‌কে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থে‌কে বা‌সে বাড়‌তি ভাড়া আদায়ের অভিযোগ করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) একযোগে পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা ক‌রে জ‌রিমানা করেন। এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের ওপর একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। এসময় রানা নামের ড্রাম ট্রাকের মালিককেও জরিমানা করা হয়। পরে রানা শিক্ষার্থীদে কাছ থেকে জরিমানার টাকা আদায়ের হুমকি দেয়। রানা পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে আমি আপনার রাস্তায় গাড়ি চালাইনা আমি চালাই সিএমবি রাস্তায়। আপনি বিবিএস করছেন তো কি হয়েছে? মাইন্ডেড বলে হুমকি দিয়ে চলে যায়।প‌রে পু‌লি‌শে খবর দেওয়ার পর রানা‌কে আটক করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম জানান, রানা না‌মের একজনকে আটক করা হ‌য়ে‌ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. প‌পি খাতুন ব‌লেন, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এতে রানা না‌মের একজন কার্যালয়ে এসে বিশৃঙ্খলা ও হুম‌কি দেয়। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ক‌রা হ‌বে।