মতলব উত্তরে ছাত্রদল নেতা খবিরকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মতলব উত্তরে জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ও ইউনিয়ন ওএমএসের ডিলার মো.খবির মিয়াজিকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করা হয়েছে। শনিবার ২৯ মার্চ বিকেলে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের চৌরাস্তা সংলগ্ন ঈদগাঁ মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ও ইউনিয়ন ওএমএসের ডিলার মো.খবির হোসেন মিয়াজি। আমি জহিরাবাদ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস ডিলার এবং ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক। গত ২০,২১ এবং ২২ মার্চ আমার ডিলারসীপের বরাদ্দকৃত চাউল বিতরণ করেছি। কার্ডধারী ১০ জন নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় এই ১০ জনের চাল নিরাপদ স্থানে রাখি। কারন, গুদাম ঘরটি মেইন রাস্তার সাথে এবং রাতে কোন নাইট গার্ড না থাকায় ঝুঁকিপূর্ণ।
কিন্তু ডিলারসীপের সময় ডিলারসীপ না পেয়ে আমার প্রতিপক্ষ ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনা সরকারের দোসর মনির খানসহ বেশ কয়েকজন আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালায়।প্রকৃতপক্ষে আমার কোন অসৎ উদ্দেশ্য ছিল না। আমার ডিলারসীপ বাতিলের ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল এ কাজ করছে। আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ দলীয় এবং স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।