কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। সোমবার জেলা ও উপজেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের মনোনয়নপত্র জমা দেন।
দৌলতপুরে মনোনয়ন দাখিল ঘিরে উৎসবমুখর পরিবেশ
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা দুপুরের দিকে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দ্য গ্রহ-এর নিকট আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ভেড়ামারা–মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফের মনোনয়ন
কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়।
কুষ্টিয়া সদর আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের মনোনয়ন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহামেদ তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল শেষে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
কুষ্টিয়া-৪ আসনে রুমির মনোনয়ন কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি তার মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, ভোটাধিকার পুনরুদ্ধার, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং জনগণের পক্ষে সোচ্চার ভূমিকা রাখতেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। মনোনয়ন দাখিল সম্পন্ন হওয়ায় কুষ্টিয়া জেলায় বিএনপির নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।













