শিরোনাম:
মনে পড়ে যায়

মনে পড়ে যায়! মনে পড়ে যায়!
তোমাকেই মনে পড়ে যায়-
একবার, বহুবার, বার বার, শতবার-
তোমারই কথাই ঘোরে মোর আঙিনায়
কত কথা মনে পড়ে, অতীতের পথ ধরে-
গুমরে কেঁদে মরে-নীল বেদনায়-মনে পড়ে যায়।।
কৃষ্ণ চূড়ার ফুল, নদীর মাড়ানো দু’কূল-
তোমাকেই মনে করে দেয়,
ঢেউয়ের তালে তালে জলও যে
কথা বলে-তোমারই কেশ ধুয়ে নেয়-
মনে পড়ে যায়! তোমাকেই মনে পড়ে যায়।।
শাপলা শালুক খোঁটা, বৃষ্টির ছিঁটে ফোঁটা,
আজও লাগে প্রিয়া লাগে মোর গায়!
মৃদু বাতাস বয়-মিষ্টি সুরে কয়,
তোমারই স্মৃতিরা দোলে দোলনায়-
তোমাকেই মনে পড়ে যায়।।
কোথায় আছো তুমি কোন সুদূরে-
ভেবে ভেবে আমি পেরেশান,
বিরহের দ্বার খুলে মিলনের সুর তুলে-
কাছে এসো প্রেমেরই খেয়ায়-
তোমাকেই মনে পড়ে যায়।