পারভেজ হত্যার প্রতিবাদে রাজপথে ইসলামপুর কলেজ ছাত্রদল

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে ইসলামপুর সরকারি কলেজে মানববন্ধন করেছে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে পারভেজ হত্যার সঠিক ও দ্রুত বিচারের দাবি জানান। তারা বলেন, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, বিচার চাই, পারভেজ হত্যার বিচার চাই, সন্ত্রাসীদের ফাঁসি চাই ইত্যাদি দাবিতে তারা সোচ্চার হন।
কলেজের ছাত্রদল নেতা মোহাম্মাদ হাফিজ বলেন, আমরা আজ এক গভীর শোকের ঘটনায় একত্র হয়েছি। আমাদের সহপাঠী, প্রাইমএশিয়ার ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের পরিবারেরই একজন ছিল। তার বাবার কান্না আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। আমরা চাই, এই জঘন্য ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।
গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসলাম খান বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। অপরাধীর পরিচয় যা-ই হোক না কেন, সে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হলেও, তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদ বলেন, পারভেজ হত্যার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। একজন শিক্ষার্থী হিসেবে তার সম্ভাবনাময় জীবন এভাবে শেষ হয়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হোক।
উল্লেখ্য রাজধানীর বনানীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।