সোহরাওয়ার্দী ক্যাম্পাসে সিসি ক্যামেরা না থাকায় নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

জ্ঞান অর্জন, মানসিক বিকাশ ও মানুষ গড়ার কেন্দ্র হলো শিক্ষা প্রতিষ্ঠান। তবে যদি সেখানে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগেন, তা অবশ্যই কষ্ট কাতর । কারণ, তা তাদের শিখন প্রক্রিয়াকে ব্যাহত করেন। সম্প্রীতি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা ডিএমআরসি ছাত্ররা ভেঙ্গে ফেলার কারণে নিরাপত্তাহীনতার ভাবমূর্তি প্রকাশ পায়। দেখা দিয়েছে অস্বস্থির চাপ ও নানা বিদ অভিযোগ।
রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থী কায়সুর বলেন,আমরা মা বাবাকে ছেড়ে ঢাকায় চলে আসছি, ভার্সিটিতে পড়াশোনা করার জন্য। এখানে স্যার-ম্যাডাম’ই আমাদের মা-বাবা। আমাদের মা-বাবার কাছে আমরা নিরাপত্তাহীনতা কখনো কাম্য নয়।
ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী নিহা মুখ লুকিয়ে বলেন,আমাদের নিরাপত্তা নিশ্চিত করলে আমরা শান্তিতে ক্লাস করতে পারবো। গড়তে পারবো নিজের জীবন। আমরা মনে করি সর্বসাখুললে দ্রুত সিসি ক্যামেরার ব্যবস্থা করা অত্যাধিক প্রয়োজনীয়।
শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান সাধারন শিক্ষার্থীদের। কলেজ কর্তৃপক্ষ ও অধ্যক্ষ মহোদয় কে অবগত করা হয়। সিসি ক্যামেরা ছাড়াও ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ আলোকসজ্জা নিশ্চিত করা, নিরাপত্তা কর্মী সংখ্যা বাড়ানো এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা, একান্ত কাম্য বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা।
একটি সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ শিক্ষার্থীদের মানসিক শান্তি ও সঠিক শিক্ষার দিকনির্দেশনায় অনন্য ভুমিকা রাখে। সিসি ক্যামেরার অভাব যেন শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব না ফেলে সেজন্য শিক্ষা প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া অনুস্বীকার্য।সু-ব্যবস্থা আর নিরাপত্তা, সংশ্লিষ্ট উদ্যোগী শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে দিতে পারে। শুধু তাই নয়, পড়াশোনায় মনোযোগী ও আগ্রহী হতে সাহায্য করে, এবং ক্যাম্পাসে শান্তি বিরাজ করে।