বরগুনা ইয়ুথ ফর সুন্দরবন এর যুব ফোরামের লার্নিং শেয়ারিং ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত

“যত হবে গর্জন” প্লাস্টিক ও পলিথিন হবে বর্জন” স্লোগানে বরগুনা ইয়ূথ ফর সুন্দরবন যুব ফোরাম বরগুনা সদর, বামনা,পাথরঘাটা উপজেলার লার্নিং শেয়ারিং ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বরগুনা সদর, বামনা,পাথরঘাটা উপজেলার ইয়ুথ ফর সুন্দরবন এর যুব ফোরাম সাথে লার্নিং শেয়ারিং, অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকবেতার নির্বাহী পরিচালক, সুন্দরবন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত আহবায়ক, নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল, জেলা সমন্বয়কারী আস্থা রূপান্তর এর মোঃ খলিলুর রহমান , জেলা সমন্বয়কারী ইয়ুথ ফর সুন্দরবন প্রকল্প রূপান্তর এর অনুপ রায়, ফিল্ড সমন্বয়কারী আস্থা রূপান্তর এর আবিদা সুলতানা, ফেসিলেটেটর ইয়ুথ ফর সুন্দরবন রূপান্তর এর মোঃ ইমরান হোসাইন, ফেসিলেটেটর ইয়ুথ ফর সুন্দরবন রূপান্তর এর নুসরাত জাহান সনি।
২০২৫ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং অভিজ্ঞতা চ্যালেঞ্জ সুবিধা তিন উপজেলার যুব ফোরাম সবাই উপস্থাপন করেন।
মোঃ সোহানুর রহমান সৈকত বলেন সচেতনতা বৃদ্ধি: স্থানীয় কমিউনিটি, স্কুল-কলেজ ও অফিসে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে কর্মশালা বা আলোচনা সভার আয়োজন করা । সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো এবং সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার, ভিডিও তৈরি করা।
মোঃ রুবেল বলেন বিকল্প ব্যবহার:প্লাস্টিকের বদলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য এড়িয়ে কাচ, ধাতু বা বাঁশের তৈরি পণ্য ব্যবহার করা। সকল উপজেলা বাধা , সুবিধা এবং আগ্রমী ০১ বছর এর কর্মপরিকল্পনা তুলে ধরেছে।
মোঃ রকি বলেন পুনঃব্যবহার ও পুনঃচক্রায়ন (রিসাইক্লিং):একবার ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের জিনিস যতবার সম্ভব পুনরায় ব্যবহার করা। পুনঃচক্রায়নের (রিসাইক্লিং) উপযোগী প্লাস্টিক আলাদা করে নির্দিষ্ট স্থানে ফেলা। ব্যবসা ও শিল্পক্ষেত্রে পরিবর্তন: দোকান ও সুপারশপগুলোর জন্য পাটের ব্যাগ বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের নিয়ম করা। প্লাস্টিক প্যাকেজিং কমিয়ে পরিবেশবান্ধব উপাদান ব্যবহারের দিকে ব্যবসায়ীদের উৎসাহিত করা। সবার সম্মিলিত প্রচেষ্টায় “যত হবে গর্জন, প্লাস্টিক ও পলিথিন হবে বর্জন”এটি বাস্তবে রূপ পাবে।