শিরোনাম:
অপারেশন ডেবিল হান্ট: ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয় পৌর এলাকার বাহাদীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানার নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।