ভূঞাপুর মর্নিংসান কিন্ডারগার্টেনের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মর্নিংসান কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফল ও মেধা তালিকায় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার ( ৩০ ডিসেম্বর) সকালে পৌর এলাকার জামান শিশুপার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্নিং সান কিন্ডারগার্টেন পরিচালক মোঃ খায়রুজ্জামান ভুঁইয়া। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক এস এম জাহিদুল ইসলাম আসাদুজ্জামান খান দারুলউলুম মাদরাসার মুহতামিম মওলানা মাহফুজুর রহমান, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আখতার হোসেন খান, কালবেলা পত্রিকার সাংবাদিক মোঃ মিজানুর রহমান, ছড়াকার মামুন তরফদার, মর্নিং সান কিন্ডারগার্টেনের পরিচালক ইব্রাহিম সরকার সজিব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিশুর মেধা ও মননশীলতা বিকাশের ক্ষেত্রে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলি এক অনন্য ভুমিকা পালন করে আসছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুল গুলো অনেকাংশে শিশু শিক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করে আসছে। সুন্দর হাতের লেখা, বাংলা, ইংরেজি, গনিত, শারিরীক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা সমান তালে পাঠদান করে থাকে। তিনি আরো বলেন, শিশুর লেখা পড়ায় শিক্ষকদের যথেষ্ট যত্নবান হতে হয়। একটি শিশুকে পুর্নাঙ্গ রুপে গড়ে তুলতে চাইলে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীর সমালতালে অংশগ্রহন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ে মেধা তালিকায় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।