ভূঞাপুর প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ
আগামী ২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি ভাবে বই দেওয়া হয়ে প্রতি বছর।এবছর উপজেলার ১১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০ কিন্ডারগার্টেন ও ৫ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার শিক্ষার্থীর মাঝে আগামী ১ জানুয়ারি একযোগে বিতরণ করা হবে।
ভূঞাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম জানান, এখন পর্যন্ত শুধু পঞ্চম শ্রেণির বই ছাড়া সকল শ্রেণির বই আমরা হাতে পেয়েছি। শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দেয়া হয়েছে।
আগামী ১ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।তিনি আরো বলেন, গতবারের চেয়ে এবারের বইয়ের গুনগত মাণ অনেক ভালো। গতবার যেখানে কভার পাতাসহ ভিতরের পাতায় নিম্নমানের নিউজ প্রিন্ট দিয়ে বই ছাপিয়ে তুলে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের হাতে, যা দু এক মাস যেতে না যেতেই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এবার কভার পাতাসহ ভিতরের পাতা উন্নত মানের কাগজ ব্যবহার করা হয়েছে। এতে করে ঝকঝকে ছাপা হয়েছে। সহজে নষ্ট হবে না। কোমলমতি শিশুরা হাতে পেলে আনন্দ উপভোগ করবে বলে আশা করি।