০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভূঞাপুরে আ.লীগ নেতা আজহার গ্রেফতার

মোঃ মিজানুর রহমান

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়ের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১৯৭

ভূঞাপুরে আ.লীগ নেতা আজহার গ্রেফতার

আপডেট: ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়ের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।