ভূঞাপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা বুধবার (২৩ অক্টোবর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাইবুল ইসলাম শোয়েবের সভাপতিত্বে মডারেটর ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বিচারক ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা তাবাসসুম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্চয় দত্ত ও অধ্যাপক আলী রেজা। উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, সম্পাদক মিজানুর রহমান, সদস্য রমা রাণী ভৌমিক, রাজিয়া সুলতানা সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, মোহাম্মদ সোহেল, শফিউর রহমান প্রমুখ।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়, এতে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় চ্যামম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।