০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন নুরে আলম

রাজবাড়ী সংবাদদাতা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে উৎসব মুখর ও নির্বিঘ্নে করতে মণ্ডপে মণ্ডপে পাহারায় আছেন আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

শনিবার (১২ অক্টোবর) পাংশা, বালিয়াকান্দী, কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার সুযোগ নেই।

এদেশে যারা ধর্মীয় উস্কানি দিয়ে হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করবে তারা বাংলাদেশের বন্ধু নয়। এ দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে এদেশের পূজা মণ্ডপে ধর্মীয় সংঘাত হতে পারে না।

তিনি আরও বলেন হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু এই ধারণায় আমি বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমদের জাতীয়তা বাংলাদেশি। দলমত নির্বিশেষে আমরা সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটি ধর্মই মানুষের কল্যাণের জন্য এসেছে।তিনি বলেন, মানব সেবা ও ভালো কাজের মধ্যদিয়ে আমদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৯:২৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
৮১

বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন নুরে আলম

আপডেট: ০৯:২৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে উৎসব মুখর ও নির্বিঘ্নে করতে মণ্ডপে মণ্ডপে পাহারায় আছেন আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

শনিবার (১২ অক্টোবর) পাংশা, বালিয়াকান্দী, কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার সুযোগ নেই।

এদেশে যারা ধর্মীয় উস্কানি দিয়ে হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করবে তারা বাংলাদেশের বন্ধু নয়। এ দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে এদেশের পূজা মণ্ডপে ধর্মীয় সংঘাত হতে পারে না।

তিনি আরও বলেন হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু এই ধারণায় আমি বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমদের জাতীয়তা বাংলাদেশি। দলমত নির্বিশেষে আমরা সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটি ধর্মই মানুষের কল্যাণের জন্য এসেছে।তিনি বলেন, মানব সেবা ও ভালো কাজের মধ্যদিয়ে আমদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।