বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর হামলা-ভাংচুর ॥ আহত ১৭
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছে। এ সময় অলংকারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জানালা-দরজা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতরা হলেন, অলংকারপুর গ্রামের মিনার শেখ (২৮), ফারুক সিকদার (৩৫), হারুন সিকদার (৩৪), তুহিন বিশ^াস (৩৮) গুরুতর আহত হন। তাদেরকে রাতেই বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। বাঁকীদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎস্যা দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গত শনিবার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি নামযজ্ঞ অনুষ্ঠানের মেলায় নাগোড়দোলায় উঠাকে কেন্দ্র করে অংকারপুর গ্রামের কয়েকজন স্কুল ছাত্রের সাথে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের ছাত্রদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গাড়াকোলা গ্রামের হারুনের নেতৃত্বে ২৫-৩০ জন দুর্বৃত্ত রামদা, হাতুরী, রড,হকিষ্টিক নিয়ে অলংকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এসে চা-মুদি দোকানে বসে থাকা অলংকারপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ছাত্রদের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু’ পক্ষের ১৭ জন আহত হয়েছে। হামলাকারীরা স্কুলের দরজা, জানালার কাঁচ, বৈদ্যুতিক বাতি ভাঙচুর করে।গত রবিবার রাতেই আহত মিনার শেখের পিতা আইয়ুব আলী শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, রাতেই থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।