০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নীলফামারীতে ছাত্র শিবিরের উদ্যোগে সাথী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ এহছান এলাহী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা ও শহর শাখার উদ্যোগে ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার নীলফামারী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নীলফামারী শহর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর জনাব আব্দুর রশিদ প্রমুখ।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির এই সময়ে প্রত্যেক মানুষের নিকট পছন্দের একটি প্রিয় সংগঠনের নাম। আওয়ামী ফ্যাসিস্ট শক্তি যত ইসলামী ছাত্রশিবিরের উপর জুলুম নির্যাতন করেছে, ইসলামী ছাত্রশিবির তার আদর্শ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে তত জনপ্রিয় হয়েছে।
এসময় তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির নৈতিকতার প্রশ্নে সবসময় সবার সেরা ছিলো, আছে এবং থাকবে। শিবিরের নৈতিকতা মূল উৎস কুরআন এবং হাদিস। মূল আদর্শ হযরত মুহাম্মদ সা:। ইসলামী ছাত্রশিবিরের আচরন হবে মার্জিত সর্বোন্নত। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আলোচনার এক পর্যায়ে বলেন, ইসলামী ছাত্রশিবির আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। সুতরাং দুনিয়ার কোনো ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ছাত্রশিবির তার আদর্শ ও সাহস নিয়ে এগিয়ে যাবে কাঙ্ক্ষিত মঞ্জিলে।

প্রধান আলোচক জনাব আব্দুর রশিদ বলেন,  ইসলামী ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। এটি যেন শুধু কথার ফুলঝুরি না হয় বরং প্রত্যেক সাথী যেন এই প্রশ্নে সেরাদের সেরা ভূমিকা পালন করে। সময়ের কোনো অপচয় যেন না হয়। এ ব্যাপারে সতর্ক থাকারও আহবান জানান তিনি।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা ও শহর শাখার সাবেক সভাপতিবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
৮০

নীলফামারীতে ছাত্র শিবিরের উদ্যোগে সাথী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা ও শহর শাখার উদ্যোগে ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার নীলফামারী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নীলফামারী শহর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর জনাব আব্দুর রশিদ প্রমুখ।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির এই সময়ে প্রত্যেক মানুষের নিকট পছন্দের একটি প্রিয় সংগঠনের নাম। আওয়ামী ফ্যাসিস্ট শক্তি যত ইসলামী ছাত্রশিবিরের উপর জুলুম নির্যাতন করেছে, ইসলামী ছাত্রশিবির তার আদর্শ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে তত জনপ্রিয় হয়েছে।
এসময় তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির নৈতিকতার প্রশ্নে সবসময় সবার সেরা ছিলো, আছে এবং থাকবে। শিবিরের নৈতিকতা মূল উৎস কুরআন এবং হাদিস। মূল আদর্শ হযরত মুহাম্মদ সা:। ইসলামী ছাত্রশিবিরের আচরন হবে মার্জিত সর্বোন্নত। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আলোচনার এক পর্যায়ে বলেন, ইসলামী ছাত্রশিবির আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। সুতরাং দুনিয়ার কোনো ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ছাত্রশিবির তার আদর্শ ও সাহস নিয়ে এগিয়ে যাবে কাঙ্ক্ষিত মঞ্জিলে।

প্রধান আলোচক জনাব আব্দুর রশিদ বলেন,  ইসলামী ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। এটি যেন শুধু কথার ফুলঝুরি না হয় বরং প্রত্যেক সাথী যেন এই প্রশ্নে সেরাদের সেরা ভূমিকা পালন করে। সময়ের কোনো অপচয় যেন না হয়। এ ব্যাপারে সতর্ক থাকারও আহবান জানান তিনি।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা ও শহর শাখার সাবেক সভাপতিবৃন্দ।