০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভূঞাপুর হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে ওই হাসপাতালের কর্মরত ১০ জন মেডিকেল অফিসার।

গত রবিবার (৬ অক্টোবর)  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই হাসপাতাল থেকে অনত্র্য  বদলি চেয়ে তারা একটি লিখিত আবেদন করেন।
বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের  কাছে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ওই কর্মকর্তাকে এখান থেকে অনত্র বদলীর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি ছোট মনিরের মদদপুষ্ট হয়ে গেলো দুই বছরে ব্যপক অনিয়ম দুর্নীতি করে টাকা কামিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কে চিকিৎসার নামে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। প্রতিদিন তিনি এসেই ভর্তি রোগী দেখে আল্ট্রা, এক্সরে, প্যাথলজিক্যাল পরীক্ষা করার স্লীপ হাতে ধরিয়ে দিয়ে নিজেই বসতেন আল্ট্রাতে। আর পরীক্ষা নিরিক্ষার কোনো রশিদ দেওয়া হতো না। নিজেই হাসপাতালের বিভিন্ন আয়ের খাত থেকে ইচ্ছে মত টাকা নিয়ে নাম মাত্র সরকারি কোষাগারে জমা দিতেন।
এছাড়া তার বিরুদ্ধে হাসপাতাল মসজিদের টাকা আত্মসাত, নিয়ম বহির্ভূত ভাবে জনবল নিয়োগ, তার অধিনস্থ কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে বিভিন্ন অনুদানের টাকা উত্তোলন করাসহ বিস্তর অভিযোগ আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়ে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছোবাহান বলেন, আমি ছুটিতে আছি, এব্যপারে আমাকে কিছুই জানানো হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০২:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
২২০

ভূঞাপুর হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা

আপডেট: ০২:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে ওই হাসপাতালের কর্মরত ১০ জন মেডিকেল অফিসার।

গত রবিবার (৬ অক্টোবর)  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই হাসপাতাল থেকে অনত্র্য  বদলি চেয়ে তারা একটি লিখিত আবেদন করেন।
বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের  কাছে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ওই কর্মকর্তাকে এখান থেকে অনত্র বদলীর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি ছোট মনিরের মদদপুষ্ট হয়ে গেলো দুই বছরে ব্যপক অনিয়ম দুর্নীতি করে টাকা কামিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কে চিকিৎসার নামে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। প্রতিদিন তিনি এসেই ভর্তি রোগী দেখে আল্ট্রা, এক্সরে, প্যাথলজিক্যাল পরীক্ষা করার স্লীপ হাতে ধরিয়ে দিয়ে নিজেই বসতেন আল্ট্রাতে। আর পরীক্ষা নিরিক্ষার কোনো রশিদ দেওয়া হতো না। নিজেই হাসপাতালের বিভিন্ন আয়ের খাত থেকে ইচ্ছে মত টাকা নিয়ে নাম মাত্র সরকারি কোষাগারে জমা দিতেন।
এছাড়া তার বিরুদ্ধে হাসপাতাল মসজিদের টাকা আত্মসাত, নিয়ম বহির্ভূত ভাবে জনবল নিয়োগ, তার অধিনস্থ কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে বিভিন্ন অনুদানের টাকা উত্তোলন করাসহ বিস্তর অভিযোগ আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়ে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছোবাহান বলেন, আমি ছুটিতে আছি, এব্যপারে আমাকে কিছুই জানানো হয়নি।