“সাভারে হত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি গ্রেফতার”

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি আল-আমিন ওরফে অন্তর (৩০) কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে সাভারের গেন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আল-আমিন ওরফে অন্তর সাভার মধ্য গেন্ডা মোল্লা মার্কেট এলাকার শফি উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের স্বজন বেশ কিছু মামলা দায়ের করেছেন। তারই একটি মামলায় আল-আমিন এজাহারভুক্ত আসামি। গতকাল রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল বলেন, আল-আমিনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।