শিরোনাম:
ভূঞাপুরে আওয়ামীলীগ নেতার বাসায় দুর্ধর্ষ চুরি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের বাগবাড়ির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সোমবার ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে বারটার দিকে বসত বাড়ির নীচতলার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে শোকেস ভাঙা কালিন তার স্কুল শিক্ষকা স্ত্রী টের পেলে তাকে হাত পা ও মুখ বেঁধে ফেলে রাখে।
এসময় ওই বাসা চেয়ারম্যানের স্ত্রী দুই সন্তান ছাড়া আর কেউ ছিলো না।
পরে দুই ঘন্টা ব্যাপি সমস্ত বাসা তল্লাশি করে উল্লেখ যোগ্য কিছু পায়নি, তবে নগদ ৩০ হাজার টাকা, দুইটি সোনার আংটি ও একটি চেইন নিয়ে যায়।
এব্যপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।














