ইসলামি ব্যাংক ভূঞাপুর এজেন্ট শাখার সুধী সমাবেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে ইসলামী ব্যাংক ভূঞাপুর এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভূঞাপুর পুরাতন কাঁচা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দ্বিতীয় তলায় এ-উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ গোলাম মাসুদ, বিশেষ অতিথি এলেঙ্গা শাখার সিনিয়র অফিসার মোঃ আব্দুল হালিম, ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সঞ্চালনায় দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মোঃ মিজানুর রহমানসহ সুধীজন ও গ্রাহকবৃন্দ।
বক্তারা বলেন বাংলাদেশের ইসলামি ব্যাংক তার ক্লান্তি কাল কাটিয়ে যথারীতি ঘুরে দাড়িয়েছে। ইসলামি সরিয়া ভিক্তিক পরিচালিত সম্পুর্ন সুদ মুক্তভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে।