কালিহাতীতে বালুর ঘাট দখল কে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ
টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদারের গাড়িতে অগ্নিসংযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। বালুর ঘাট দখল নিয়ে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই হামলাকারীদের ভয়ে দৌড়ে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছেন। শনিবার সকালে হযরত আলীর বালুর ঘাটে প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা চালায়। রাতে হযরত আলী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন। রাত ৮টার দিকে পুনরায় হঠাৎ কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালান। সেইসঙ্গে বাইরে থাকা হযরত তালুকদারের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিয়ে চলে যান।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার বলেন, বিএনপি নেতা বাবুল তালুকদারের নেতৃত্বে এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারা কালিহাতীর সবগুলো ঘাট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। ইতোধ্যে কিছু ঘাট দখলে নিয়েছেন। এখন আমারটাও দখল করতে চাচ্ছেন। স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর নজরদারি না হলে ঘটে যেতে পারে প্রাণহানির মত ঘটনা। এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বালুর ঘাট দলখকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে।