স্বপ্নযাত্রার শুরু: ডাংমড়কায় আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘মাউন্টেন আইডিয়াল স্কুল’। স্থানীয় ডাংমড়কা বাজারে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার মাধ্যমে উপজেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাংমড়কা বাজারে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্যায় ছিল উৎসবমুখর এবং প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মুশতাক আহমদ। তিনি তার বক্তব্যে টেকসই শিক্ষার জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম বিদ্যালয়টিকে স্থানীয় শিক্ষাবিস্তারে একটি ‘আশার আলো’ হিসেবে অভিহিত করেন। এছাড়াও বক্তব্য রাখেন বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালীম টম এবং দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি)-এর সভাপতি আব্দুল আলীম সাচ্চু।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডাংমড়কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানচর্চায় দক্ষ করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয়। স্কুলটি এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।














