দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্বীকৃতি: কুষ্টিয়া-১ এ প্রতীক বরাদ্দসহ মনোনয়ন বিএনপির প্রার্থী বাচ্চু মোল্লা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র (প্রতিক বরাদ্দসহ) সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আজ ২৪ ডিসেম্বর বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,
“বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই দল থেকে আরও কয়েকজন নেতা নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু দলের প্রতি আমার দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, অবিচল আনুগত্য এবং দৌলতপুর উপজেলা বাসীর পূর্ণ সমর্থনের ভিত্তিতে বিএনপির মনোনয়ন বোর্ড এবং আমার নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মনোনীত করেছেন।”
তিনি আরও বলেন, দলের এই আস্থা ও সম্মান আমার জন্য গর্বের। ইনশাআল্লাহ দৌলতপুরের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং ৭৫ কুষ্টিয়া-০১
আসন টি তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ ।
দলীয় সূত্রে জানা যায়, গণমানুষের নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
দৌলতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁর নেতৃত্বে কুষ্টিয়া-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।












