০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

“টু জিরো টু ফোর মব জাস্টিস নো মোর”

সৈয়দ জায়েদ ইকবাল ফাহিম

গত কিছুদিনে সারাদেশে সংঘটিত মব জাস্টিসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও পথ সমাবেশ করে স্টুডেন্ট রাইটস ওয়াচ নামে একটি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। গত ৫ তারিখ স্বৈরাচারী হাসিনা পতনের পর থেকেই সারাদেশে মব জাস্টিসের উত্থান ঘটে। বিনা বিচারে হত্যা করা হচ্ছে অনেককে।

এছাড়াও ১৮ই সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর পরিচয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যা করা হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়। ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটে।এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ১৯শে সেপ্টেম্বর সন্ধ্যা ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলপাড়া থেকে মিছিলটি বের হয়। “মব জাস্টিসের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, ” টু জিরো টু ফোর, মব জাস্টিস নো মোর”, “মব যখন মানুষ মারে, প্রশাসন কি করে?”,”মব জাস্টিসের ঠিকানা বাংলাদেশে হবে না” এমন মিছিলে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে জগন্নাথ হল, দোয়েল চত্বর, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে পথসভা করার মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম নাফিজ, সাখাওয়াত জাকারিয়া, পার্বত্য চট্টগ্রামের ত্বকী এবং ফেরদৌস রহমান। বক্তারা এসময় সারাদেশে সংঘটিত এসব মব জাস্টিসের বিচার চান। বিচার চাওয়া হয় বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হত্যার।

এছাড়াও গত ১৫ বছরে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রোক্টরিয়াল টিমের সমন্বয়ে আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালানো হয়, তারও বিচার চাওয়া হয়। বিশেষভাবে খাগড়াছড়িতে একজন বাঙালী হত্যার বিচার চাওয়া হয়। ত্বকী তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সদস্য বৃদ্ধি করার জোর দাবী জানান। এছাড়াও খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তার দাবী করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৭:৩৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
১০১

“টু জিরো টু ফোর মব জাস্টিস নো মোর”

আপডেট: ০৭:৩৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

গত কিছুদিনে সারাদেশে সংঘটিত মব জাস্টিসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও পথ সমাবেশ করে স্টুডেন্ট রাইটস ওয়াচ নামে একটি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। গত ৫ তারিখ স্বৈরাচারী হাসিনা পতনের পর থেকেই সারাদেশে মব জাস্টিসের উত্থান ঘটে। বিনা বিচারে হত্যা করা হচ্ছে অনেককে।

এছাড়াও ১৮ই সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর পরিচয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যা করা হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়। ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটে।এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ১৯শে সেপ্টেম্বর সন্ধ্যা ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলপাড়া থেকে মিছিলটি বের হয়। “মব জাস্টিসের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, ” টু জিরো টু ফোর, মব জাস্টিস নো মোর”, “মব যখন মানুষ মারে, প্রশাসন কি করে?”,”মব জাস্টিসের ঠিকানা বাংলাদেশে হবে না” এমন মিছিলে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে জগন্নাথ হল, দোয়েল চত্বর, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে পথসভা করার মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম নাফিজ, সাখাওয়াত জাকারিয়া, পার্বত্য চট্টগ্রামের ত্বকী এবং ফেরদৌস রহমান। বক্তারা এসময় সারাদেশে সংঘটিত এসব মব জাস্টিসের বিচার চান। বিচার চাওয়া হয় বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হত্যার।

এছাড়াও গত ১৫ বছরে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রোক্টরিয়াল টিমের সমন্বয়ে আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালানো হয়, তারও বিচার চাওয়া হয়। বিশেষভাবে খাগড়াছড়িতে একজন বাঙালী হত্যার বিচার চাওয়া হয়। ত্বকী তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সদস্য বৃদ্ধি করার জোর দাবী জানান। এছাড়াও খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তার দাবী করা হয়।