০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বরগুনা সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ শাহজালাল

বরগুনা সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫০ জন শিক্ষার্থীর আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আহসান হাবীবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ শাহ আলম, উদ্ভিদ ও সম্পদ, শিক্ষক পরিষদ, বরগুনা সরকারি কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হেলাল উদ্দিন, মোঃ মারুফ হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক খালেদা আক্তার।

দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে শিক্ষার্থী কর্তৃক সংবর্ধনা ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দিনব্যাপী গান, আবৃত্তি, নাচ, ফ্যাশন শো উপস্থাপন করা হয়। এসময় অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থী মো. আল আমিন বলেন, ক্যাম্পাসের সেই স্মৃতিগুলো, ফেলে আসা দিনগুলো স্মৃতির আকাশে বারবার উঁকি দিয়ে আমাদের ১৫০ জন শিক্ষার্থীকে বিদায় নিতে হবে প্রিয় ক্যাম্পাস থেকে। তাই তো ভালোবাসাময় এই দিনটিতে বার বার মনে করিয়ে দিচ্ছে সেই স্নেহ, বন্ধুত্ব, সম্মান, ভালোবাসা, আন্তরিকতা, বন্ধুসুলভ শিক্ষকদের ভালোবাসা শব্দগুলো একই সূত্রে গাঁথা যে এই বিদ্যাপীঠে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রধান অতিথি অধ্যক্ষ ড. মোঃ মতিউর রহমান বলেন, এই বিদায় উপলক্ষে বরগুনা কলেজ সম্মৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমি এই সাফল্য কামনা করি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ১০:০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
১৯৮

বরগুনা সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট: ১০:০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বরগুনা সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫০ জন শিক্ষার্থীর আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আহসান হাবীবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ শাহ আলম, উদ্ভিদ ও সম্পদ, শিক্ষক পরিষদ, বরগুনা সরকারি কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হেলাল উদ্দিন, মোঃ মারুফ হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক খালেদা আক্তার।

দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে শিক্ষার্থী কর্তৃক সংবর্ধনা ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দিনব্যাপী গান, আবৃত্তি, নাচ, ফ্যাশন শো উপস্থাপন করা হয়। এসময় অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থী মো. আল আমিন বলেন, ক্যাম্পাসের সেই স্মৃতিগুলো, ফেলে আসা দিনগুলো স্মৃতির আকাশে বারবার উঁকি দিয়ে আমাদের ১৫০ জন শিক্ষার্থীকে বিদায় নিতে হবে প্রিয় ক্যাম্পাস থেকে। তাই তো ভালোবাসাময় এই দিনটিতে বার বার মনে করিয়ে দিচ্ছে সেই স্নেহ, বন্ধুত্ব, সম্মান, ভালোবাসা, আন্তরিকতা, বন্ধুসুলভ শিক্ষকদের ভালোবাসা শব্দগুলো একই সূত্রে গাঁথা যে এই বিদ্যাপীঠে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রধান অতিথি অধ্যক্ষ ড. মোঃ মতিউর রহমান বলেন, এই বিদায় উপলক্ষে বরগুনা কলেজ সম্মৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমি এই সাফল্য কামনা করি।